Thursday, November 12, 2009

নীল স্বপ্ন (NEEL SWAPNO)

৯৯২-এর শারদীয়া সংখ্যা, 'মালঞ্চ'-তে এর প্রকাশ। লেখা যদিও অনেক আগেই হয়েছিল। আসলে আমি এখানে কোন সময়ক্রম অনুসরণ করিনি।

        ।। নীল স্বপ্ন ।।


পাষাণ-পাথরে গড়া গগনচুম্বী প্রাসাদ
দেখে মনে পড়ে সেই মাটি মাকে।
এখানে প্রকৃতির ছোঁওয়া টবের গাছে,
বনের পাখীর সুর - খাঁচার টিয়ার বিলাপে!
চিল ওড়ে আকাশে দুপুরের তপ্ত রোদে,
কিংবা গোধূলির আবীর রঙের প্রলেপ
মন, ক্ষণ মাতিয়ে যায়।
মনে পড়ে জলভরা দুটি চোখ
ঝড়ে পড়ে অশ্রুরাশি, বয়ে যায় নদী
সবুজ আঁচলে ছাওয়া সবুজ বসন একজনের।
অন্তরের গোপন কথা, গোপন ব্যাথা যত
মা'র কোলে মুখ গুঁজে - খুঁজে পাওয়া,
সে সাধ পূরবে কবে আবার?
সে আর কতদূরে?
    __________



No comments:

Post a Comment

FORGET PLEASE NOT TO PLACE YOUR VALUABLE COMMENTS: