Friday, November 13, 2009

যুদ্ধ? না শান্তি? (YUDDHA? NA SHANTI?)

যুদ্ধ? না শান্তি?
এটা কোন নতুন প্রশ্ন নয়। উত্তরটাও সবার জানা! "যুদ্ধ নয়, শান্তি চাই"।আমরা ছোটবেলা থেকেই বহুবার শুনেছি, বইয়ে পড়েছি (পরীক্ষায় 'রচনা' লেখার একটা কমন প্রশ্ন ছিল এটা!), আবার পোস্টারেও দেখেছি।
সময়টা ঠিক মনে নেই। আমাদের এলাকার গুটিকয়েক 'সংস্কৃতিপ্রেমী'র উদ্যোগে চালু হয়েছিল এক দেওয়াল-পত্রিকা, 'অসেচনক'। তারই কোন এক সংখ্যার জন্য আমাকে লেখা দিতে বলল, বিষয় - "শান্তি নয়, যুদ্ধ চাই"। আমি এই কবিতাটাই দিলাম, নাম সেই - "শান্তি নয়, যুদ্ধ চাই"। লেখা বেরোনোর পরে অবশ্য অনেকে অভিযোগের আঙ্গুল তুলেছিল, এরকম লেখা তাদের 'অনভিপ্রেত'! যাহোক, পরবর্তীকালে কবিতাটা প্রকাশ পেল মালঞ্চ-তে। শারদীয়া সংখ্যা - ১৯৯৬ সন। এবার নাম -  'যুদ্ধ? না শান্তি?'। 

      ।। যুদ্ধ? না শান্তি? ।।


শান্তি? কোথায় শান্তি?
শান্তি কোথাও নেই।
জীবনের সেই আদিম লগ্নে
যুদ্ধের বীজ রক্তে গ্যাছে মিশে!
যুদ্ধে জিতে বেঁচে থাকা 
সেই তো জীবন;
সেই ডারউইনবাদ - সেই
'যোগ্যতমের উদ্বর্তন'!
শান্তি মানেই নিশ্চলতা, নিস্তরঙ্গ, অনড় -
বদ্ধ জলাশয় নয়, কাম্য নাব্য নদী।
যুদ্ধ আর অণুবোমা সমার্থক নয়,
নয় দ্বেষ, ঘৃণা, হানাহানি।
নয়া যুদ্ধ ভিন্ন প্রেক্ষাপটে,
যুদ্ধ আনুক উদ্দামতা, চঞ্চলতা
আর প্রাণরসেরই জোয়ার।
আবার যুদ্ধ মানে হারিয়ে যাওয়াও
অসীম জীবনে!
    _________





No comments:

Post a Comment

FORGET PLEASE NOT TO PLACE YOUR VALUABLE COMMENTS: