Wednesday, November 18, 2009

শামুকের খোল (SHAMUKER KHOL)

"
পৃথিবীর বোঁটা ছিঁড়ে মহাশূন্যের দিকে

ওখানে সপ্তর্ষিমণ্ডল জিজ্ঞাসু চোখে,
অনিকেত হয়েও উত্তর খোঁজা বৃথা!

রাতের আঁধারে সময় গোনে ঘড়ি
অযথা স্বপ্নক্ষণ, প্রতি পদে বিপজ্জনক বাঁক!
হাতের প্রতিটি ক্ষুদ্রভাগ সন্ধিল হয়ে ওঠে
লুণ্ঠিত হয় সবকিছু -
ধন, মান, দেহ - যা কিছু বাহ্যিক!
জিজ্ঞাসা চিহ্নের ভ্রুকুটি মাথানাড়ে।
ব্যস্ত প্রশাসন - দায়িত্বের বোঝা ফাইলে ফাইলে
অন্তরাত্মা কাঁপে অধৈর্য্য শিখায়।
নিরাপত্তার কোনও প্রশ্ন তুলোনা!
চোখের সামনে গণতন্ত্র - তোমার গণতন্ত্র
ভুস্ করে লীন হয়ে যাবে!
বরং হত্যে না দিয়ে শামুকের খোল তৈরী করা ভাল
কিন্তু, ঠুনকো নয় - অভঙ্গুর!                                    
   _____________
                                      "
* এই কবিতাটা 'মালঞ্চ - বৈশাখ সংখ্যা - ১৯৯৭'-এ প্রকাশিত হয়েছিল।

No comments:

Post a Comment

FORGET PLEASE NOT TO PLACE YOUR VALUABLE COMMENTS: