Tuesday, November 24, 2009

আমি আর কবিতা (AMI AAR KOBITA)

 
"

কবিতা আমাকে টেনে নিয়ে গেছে গহন-গভীরে

গোলকধাঁধা ছেড়ে বেরিয়ে আসতে পারিনি,

জ্বরের ঘোরের বিষন্ন পাণ্ডুর মুখ

চকিত স্বপনে দেখা দিয়েছে!

বাতাসে ব’য়ে গেছে অনেক ক’টা বছর

অক্লান্ত কলমের নিব শুধু হিজিবিজি কাটে,

অক্ষরের পসরা সাজায়!

এদিকে অনেক চেনা মুখ হারায়।
ফিরে তাকাইনি আমি

আমার সময় কোথায়?

আমি যে এখন কোন্ গহন-গভীরে!

ওখানে কবিতা আর আমি দোঁহে।

    ____________ "

বিতাটা ১৯৯৪-এ শারদীয়া মালঞ্চ-তে প্রকাশিত হয়েছিল।

No comments:

Post a Comment

FORGET PLEASE NOT TO PLACE YOUR VALUABLE COMMENTS: