আমি এক বড় কবি।
মিল দিয়ে আঁকি ছবি।।
এটা ‘পেন-পিক্চার’।
রোগী খায় মিক্সচার।।
লেপমুড়ি দেয় কালু।
ক্ষেতে ওঠে রাঙা আলু।।
আকাশের গায়ে শীত।
শিলনোড়া গায় গীত।।
খেতে মিঠে নিমফল।
পেলে খেলে ফুটবল।।
আলো দেয় লন্ঠন।
জোরে হাঁটা হন্টন।।
দেখ আমি দিই মিল।
আসলেতে গোঁজামিল।।________
* নয়ালাপ, ফেব্রুয়ারী-১৯৯৫।।
আপনার ব্লগটা পড়ে দেখলাম. ভালো লাগলো. নতুন ধরনের. আপডেট করবেন আশা করি. ধন্যবাদ
ReplyDeletehttp://bairedure.blogspot.com/