(১)
সুর
বেদনা কান্না আনে
আনন্দও জন্ম দেয় অশ্রুর।
গভীর বেদনা, নিথর আনন্দ
কখনো মূক হয়ে যায়।
প্রকাশের ভাষা লীন হয়ে গেলে
তা জেগে ওঠে সুরের ছোঁওয়ায়।
সুর তো শুধুই চাপ চাপ জমা কান্না
কিংবা গলে যাওয়া আনন্দরাশি !
______________
(২)
কবিতা
আখর থেকে কথা
কথাগুলো দলা পাকিয়ে
এক অশরীরী কায়া
সব শুধু মায়াময়, মোহময়
শূন্যে জটিলতা !
ভাষার কোন্ গভীর অতল থেকে
বুদ্বুদ্ জাগে -
ট্যাঁ-শিশু জন্ম নেয় কবিতা ।
__________________
(৩)
প্রতিদান
বন্ধু ভেবে ভালবেসে
দিয়ে গেল যে ম্লান হেসে
অযাচিত দান।
তারেই তুমি করলে শেষে
অজ্ঞাতেরই ছদ্মবেশে
বহু অপমান ।।
____________
No comments:
Post a Comment
FORGET PLEASE NOT TO PLACE YOUR VALUABLE COMMENTS: