"
**********
যখন ঘুম ভাঙল, দেখি ভোরের আলো ফুটেছে। চারিদিকে থিক্ থিক্ করছে গ্রামের লোক। মাচান থেকে নামতেই একগাদা প্রশ্নবাণ।
চোখ দুটো কচলে নিয়ে দেখি, আমার লাঠিটা কিছু দূরে দু'টুকরো হয়ে পড়ে রয়েছে। খুব সম্ভবতঃ বাঘের মাথায় ধাক্কা খেয়ে লাঠিটার ঐ অবস্থা। আর গাছের ঠিক গোড়াতেই বাঘ বেচারা চিরনিদ্রায় শায়িত। গলার কাছটা পুড়ে কালো হয়ে গেছে।
গ্রামের এক মাতব্বর সিধু কাকা, ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, - আচ্ছা ভাই, শুনেছি বাঘের শ্রবণেন্দ্রিয় খুব তীক্ষ্ণ, স্টোভের ঘ্যাড়-ঘেড়ে আওয়াজ বাঘের কানে গেল না কেন?
গম্ভীর মুখে বিশু বলল, - কানে ঠিকই ঢুকেছে, তবে মাংসটা রমজান মিঞার রেওয়াজি খাসির মাংস কিনা, তাই ওসব ছেঁদো আওয়াজকে বাঘমামা পাত্তাই দেয়নি।
এখনো ছোটরা যখন গল্প শুনতে বায়না ধরে, বিশুর ঐ বাঘ শিকারের গল্পটা ওদের শোনাই। ওরা হাসি হাসি মুখে বলে, - কাকু, তুমি আচ্ছা একটা গুল দিলে বটে!
আচ্ছা তোমরাই বলো, গুলও কি কখনো সখনো গল্প হতে পারে না?
***** সমাপ্ত *****
No comments:
Post a Comment
FORGET PLEASE NOT TO PLACE YOUR VALUABLE COMMENTS: