Monday, November 09, 2009

রবীন্দ্র স্মরণে (RABINDRA SMARONE)

রবীন্দ্রনাথ ঠাকুর
মার এই কবিতা লেখার পিছনে প্রেরণা ছিলেন আমাদের স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক প্রয়াত কমল গোস্বামী মহাশয়। 

পরবর্তীকালে এই কবিতার অংশবিশেষ * "মালঞ্চ" ('রবীন্দ্র-স্মরণ সংখ্যা - ইং ১৯৯০ সন')-তে প্রকাশিত হয়েছিল।


 * মালঞ্চ - সম্পাদক শ্রী জিতু গুপ্ত মহাশয়। ঠাকুরপুকুর, কোলকাতা থেকে প্রকাশিত।

  ।। রবীন্দ্র স্মরণে ।।


হে কবীন্দ্র রবীন্দ্রনাথ
     তুমি বিশ্বে নমস্য সবার।
চারিদিকে শোনা যায়
     শুধু তব জয়জয়কার।।
মহর্ষির ধ্যানরূপ তুমি
     কায়া ধরি নামিলে ধরায়।
সৃজিলে অমর অক্ষয় বট
     তুমি এই জগৎ সভায়।।
এ বাংলার নরনারী ধন্য
     হল তব কাব্য আস্বাদনে।
সুধারসমাখা কুসুম ডালা
     রচিলে যে অতি সযতনে।।
রচিয়া কাব্য-কুসুম-কুঞ্জ
     বঙ্গ-বাণীরে করিলে দান।
বীণায় বাঁধিলে সাতটি সুর
     আকুল করিলে নিখিল প্রাণ।।
তব কাব্য সঙ্গীত সে যে
     এই বাঙালীর গরিমা।
জাতির অতীত গৌরব-গাঁথা
     প্রকাশিছে তব মহিমা।।
একদিন তুমি কাটিয়েছিলে
     সর্ব-বৈর দণ্ড ভয়।
উচ্চকণ্ঠে গাহি মোরা আজ
     তোমারি হউক জয়।।
                ___________

রবীন্দ্রনাথ ঠাকুর. (২০০৯, ডিসেম্বর ১০). উইকিপিডিয়া, উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া থেকে. Retrieved ০৯:৪১, ডিসেম্বর ২৩, ২০০৯ from http://bn.wikipedia.org/w/index.php?title=%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%80%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A5_%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0&oldid=544094.

No comments:

Post a Comment

FORGET PLEASE NOT TO PLACE YOUR VALUABLE COMMENTS: