"
হে সন্তাপহারী কল্পনা
হে মোর আনন্দ ঝর্ণা
বন্ধু মোর তুমি
রয়েছ হৃদয় চুমি'।
ঘনান্ধকার মনের পটে
তুমি দীপ্ত শিখা
তোমার মাঝে পাই যে আমি
ফল্গুধারার দেখা।
হারায়ে যখন সব
আসি তোমার কাছে
জুড়ায়ে দাও সকল জ্বালা
দুঃখ যত আছে।
ভুলিতে নারি কভু তোমায়
হৃদয়ের উষ্ণ ছোঁওয়ায়
বন্ধ মনের আগল খোল
যেন না কভু আমায় ভোল।।
__________________ "
__________________ "
এই কবিতাটা অনেকটা "Utopia" -র অনুসরণে লেখা।
কবিতাটা ১৯৯৮-এ মালঞ্চ-র শারদীয়া সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
কবিতাটা ১৯৯৮-এ মালঞ্চ-র শারদীয়া সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
No comments:
Post a Comment
FORGET PLEASE NOT TO PLACE YOUR VALUABLE COMMENTS: