Tuesday, November 10, 2009

ক্ষুদ্র ও বৃহৎ (KSHUDRA O BRIHAT)

ই কবিতাটা কোলকাতার "সোনার তরী" (বিবেক সংখ্যা, ১৯৯০) -তে প্রকাশিত হয়েছিল। 
সোনার তরী-র সম্পাদক ছিলেন শ্রীরাম মহাশয়।



      ।। ক্ষুদ্র ও বৃহৎ ।।

বিস্তীর্ণ সাগরের অতল জলরাশি।
তারি এককণা আমি - নই ত্রাসী।।
সতত শতশত কণা মিলে শেষে।
পূর্ণ পরিণত হয় উত্তাল যৌবন রসে।।
ক্ষুদ্র আমি তুচ্ছ নই, গড়ি সাগর।
বৃহতের জন্মদাতা এই গর্ব মোর।।
                _____________

No comments:

Post a Comment

FORGET PLEASE NOT TO PLACE YOUR VALUABLE COMMENTS: