আমি তখন কলেজে পড়ি। সুরেন্দ্রনাথ ল কলেজ, কলকাতা। ১৯৯৪-এ কলেজ ম্যাগাজিন, 'পিয়াস'-এ প্রকাশিত হয়েছিল এই কবিতাটা।
।। ক্ষণিক ছলনা ।।
(১)
শহরের পার্ক
গাছের ছায়া
মধুর বাতাস
আমরা দু'জন।
(২)
ছন্দভরা মন
পাখীর কুজন
অনন্ত হাসি
খুশীর গান।
(৩)
চিঠির বোঝা
আকুলিত হিয়া
সংগোপনে কথা
দৃঢ় প্রতিশ্রুতি।
(৪)
বিগত দিন
স্মৃতির রেখা
মায়ার বাঁধন
শঙ্কিত হৃদয়।
(৫)
ক্ষণিক ছলনা
তিক্ততার পরশ
দার্শনিক অনুভূতি
বাস্তব জগৎ।
bah...khub valo... age janle tomar kache ekta kobita chaitam..... 2010-11 ami "PIYAS" er secretary chilam.
ReplyDelete