Sunday, November 29, 2009

বনলতা সেন (BANOLATA SEN)

ই কবিতাটা প্রকাশিত হয়েছিল মালঞ্চ-তে, ১৯৯৫-এর বৈশাখ সংখ্যায়।


 ।। বনলতা সেন ।।

আজ চেয়ে দ্যাখে চোখ
তপ্ত বারুদ জ্বালে আগুন।
আগমনী স্বাদ চাখে নতুন বছর
শীতের ধোঁয়াশায় বিলীন প্রেম,
এ প্রেম-ভাষা বলে নতুন কথা
ফিরে ঘিরে ধরে হতাশার ভাষা !


আজ ফিরুক জীবনানন্দ
তাঁর প্রেমাতুর চোখে
রূপসার ঘোলা জল খুঁজে ফিরে
কিশোর কিশোরীর ধূলা ওড়া পথে।


আজ অর্ধশতাব্দী পরে
চেয়ে দ্যাখে চোখ - মনে মনে ভাবে
বুঝিবা রচিত হয় যেন
এক নব - 'বনলতা সেন'!
  ____________

No comments:

Post a Comment

FORGET PLEASE NOT TO PLACE YOUR VALUABLE COMMENTS: