Tuesday, December 01, 2009

কখনো ঝড় আসে (KAKHONO JHAR AASE)

কখনো ঝড় আসে

খনো ঝড় আসে মূক করে সব ভাষা
আদি-ভাষা ইশারা, অঙ্গবিকৃতি।
অক্ষর লেপটে যায় ছায়ার শরীরে,
নিশীথ অন্ধকারে ভাসা এক পুরানো মুখ
হিমেল হাওয়ায় বয়ে যায় !
ছায়ার কি ঘ্রাণ আছে কোন?
ছায়ার ঘ্রাণ নেই।
তবু নাসারন্ধ্র ফুলে ওঠে
এক পুরানো চেনা ঘ্রাণে !


কখনো ঝড় আসে স্মৃতির জঙ্গলে,
সজোর ঝাপটায় কখনো উড়ে আসে
কয়েকটা ঝড়া পালক।
এতো শুধু চেনা ঘ্রাণ নয়
চেনা শরীরে চেনা মুখ,
যার ব্যর্থ প্রতিশ্রুতিতে এখনও 
ক্ষতবিক্ষত রয়েছে বুক !
  __________


এই কবিতাটা ১৯৯৫ -এর শারদীয়া মালঞ্চ - তে প্রকাশিত হয়েছিল।

No comments:

Post a Comment

FORGET PLEASE NOT TO PLACE YOUR VALUABLE COMMENTS: