Wednesday, December 30, 2009

আহ্বান (AAOHAN)

'অসেচনক'-এর কথা আগেই বলেছি। "নয়ালাপ"-ও ঠিক সেরকমই একটা দেওয়াল-পত্রিকা। আমাদের এলাকায় প্রকাশিত হত। যদিও এখন আর এর কোন অস্তিত্ব নেই। সালটা ছিল ১৯৯৩। নয়ালাপ-এর দেওয়ালী সংখ্যায় প্রকাশিত হয়েছিল এই কবিতাটা। 'কালীপূজো 'র উৎসবে তখন মাতোয়ারা চারদিক।

           ।।  আহ্বান  ।।


হে মা উগ্রচণ্ডা ! আবির্ভূত হও,
সম্মুখে প্রশস্ত রণক্ষেত্র, শঙ্খধ্বনি।
চতুর্দিকের আলোকসজ্জায় তোমার পথ আজ আলোকিত 
অমর্ত্যলোকবাসের এ উপযুক্ত সময় নয়,
শেষ হোক্ সবার প্রতীক্ষা !


প্রতীক্ষা সবার, সব মর্ত্যবাসীর,
আজকের যুগ হারুণ-অল-রশিদের নয়
এ যুগের 'রশিদ' ভিন্ন প্রেক্ষাপটে !
'ইব্রাহিমে'র দল আজ অলিতে-গলিতে,
খবরে শোনাচ্ছে সব অদ্ভুত বেলেল্লাপনার কাহিনী !


আমরা কি 'লজ্জা' আটকে লজ্জা ঠেকাব ?
সে তো অসম্ভবের বালিতে হর্ম্য গড়ে তোলা !
এ ঘোর কালিমালিপ্ত আঁধার ঠেকাতে
তাই তো আজ দিকে দিকে এত আলোকসজ্জা !
তোমার আলোর-আঁধারে মুছে যাক্  আজ সব লজ্জা।


হে শবশিবারূঢ়া ! তোমার ত্রিনেত্রে প্রজ্বলিত হোক্ অগ্নি,
পদতলে নিষ্পেষিত হোক্ ছদ্মবেশী সব ভণ্ডেরা,
চরাচরে নামুক প্রগাঢ় শান্তি।
হে বরাভয়ি ! তোমার বরাভয় হস্ত সঞ্চালনে - 
আমাদের করো নিঃশঙ্ক ।।
   _____________

No comments:

Post a Comment

FORGET PLEASE NOT TO PLACE YOUR VALUABLE COMMENTS: