"
এসো নবপ্রাণ, এসো নবপ্রেরণা
এসো নবধ্যান, এসো নবধারণা
সত্যের মন্ত্রে, নবপ্রাণে দীক্ষিত হয়ে
যেথা মৃত্যু-শীতল স্রোত চলেছে বয়ে
সেথা চলো, হে নবীন! মুক্ত করো দ্বার
ঘুচিয়ে দাও আর্তজীবের হাহাকার!
ঘুচিয়ে দাও অলস দেহে জীর্ণতা ও জরা
নবীনতার প্রাণ-পরশে, মুক্ত হোক্ ধরা ।।
__________________ "
এই কবিতাটা ১৯৮৯ -এ 'রূপসী'-তে বর্ষা সংখ্যায় প্রকাশিত হয়েছিল। 'রূপসী' নদীয়া জেলা থেকে প্রকাশিত।
No comments:
Post a Comment
FORGET PLEASE NOT TO PLACE YOUR VALUABLE COMMENTS: