Saturday, December 05, 2009

হারিয়ে না যায় (HARIYE NAA JAY)

"
পৃথিবীর চারিদিকে কবিতা ছড়ানো রয়েছে অনেক
সবাই তাকে খুঁজে পায় না,
আবার কেউ কেউ পায়।
এখানে বেজে চলেছে কত সুমধুর তান
অনেকে ভাবে তাকে - অযথা শব্দ,
আর কেউ কেউ ভাবে গান।


আমি যখন অন্ধকারে ঘুম থেকে 
জেগে উঠি - 
রাতের আঁধার যবে নিভছে ধীরে ধীরে।
দেখি, পৃথিবীটার সারা গায়ে
কবিতা আর গান ধূলো মাটি করে - 
মাখামাখি হয়ে আছে,
আর সূর্য্যের সোনারোদে সেগুলো
কেবলই চিক্ চিক্ করছে।
কেউ কেউ ওগুলোকে  
মূল্যবান সামগ্রী ভাবে - সিন্দুকে তুলে রাখে !
আমি, আর কেউ কেউ সারা গায়ে 
মেখে নিই ওদের,
যেন ওরা হারিয়ে না যায় ...!
    ________________  "

এই কবিতাটা মালঞ্চ - শারদীয়া সংখ্যা, ১৯৯৩-এ প্রকাশিত হয়েছিল।

No comments:

Post a Comment

FORGET PLEASE NOT TO PLACE YOUR VALUABLE COMMENTS: