Monday, December 21, 2009

নবীন - ২ (NOBIN - 2)

"
উন্মত্ত জোয়ার ছুটে আসে গ্রাসিতে অন্যায়
অবিচার, অত্যাচার ডুবে যাক্ বন্যায় ,
ডুবে যাক্ সেই সাথে ভীরুতা আর গ্লানি।
ভেঙে করো ধূলিস্যাৎ কঠিন কুঠার হানি -
অত্যাচারীর বিলাস সৌধ নিঠুর প্রাণে ,
ধ্বংস করি' জেগে ওঠো নব জয়গানে।


যৌবনের ঊছ্বসিত রক্তধারায়
নব মুকুলিত হও উনামদনায় ,
পিছে পড়ে থাকে যে তারে ধিক্ শত ধিক্
নবীনের জয়গানে মুখরিত হোক্ দিক ।।
 __________  "


রূপসী - শারদীয়া সংখ্যা , ১৯৯১

1 comment:

  1. আপনার তিনটি পদ্য পড়লাম, প্রত্যেকটাই বেশ ভাল লাগল। কফি হাউসের আড্ডায় আপনার নিমন্ত্রণ রইল।

    ReplyDelete

FORGET PLEASE NOT TO PLACE YOUR VALUABLE COMMENTS: