এই কবিতাটা ১৯৯০-এ 'রূপসী'-তে বাণী সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
।। দৃশ্য ।।
অস্তরবির শান্ত ছবি - আমি ক্লান্ত, পান্থ কবি
পায়ে চলার পথে - নয়ন ভরে দেখি।
নয়ন আমার দিশেহারা - হৃদয় মাঝে জাগছে সাড়া
কারে দেখায় - কোথায় লিখে রাখি।।
গাঁয়ের মাঠে, পথে-ঘাটে, গাছের ফাঁকে, নদীতটে
দেখছি যত দৃশ্য।
দুচোখ ভরি' দেখি বারবার জানি থাকবেনা আর
সব হবে অদৃশ্য।।
__________________
No comments:
Post a Comment
FORGET PLEASE NOT TO PLACE YOUR VALUABLE COMMENTS: