Wednesday, December 23, 2009

একান্ত আপন (EKANTO AAPON)

"
উন্মুক্ত বাতাসের পরশে
ভেসে ওঠে বহু স্মৃতি ......

ঊজ্জ্বল শৈশবের ; কল্পলোকের
সেই সমুদ্র , সেই পাহাড় !
ঔদার্য্যের রাজপ্রাসাদ !
আমার মনের অন্দরের খবর ,
যা কিছু ছিল সব একান্ত আমার
আছাদিত মনের অস্পষ্টতায় ।
আজ একান্ত নগ্ন চোখে
আর এক বিধ্বস্ত মরুভূমি চোখে পড়ে ,
আমার ভালবাসার পৃথিবীটার নগ্নরূপ ।
তবু আমার সত্তার গভীরের প্রাণ
প্রতিবাদ করতে গেলো -
কিন্তু রূঢ় বাস্তব তাকে থামিয়ে দিলো ।
আমার মনের ছবি একান্তই আমার 
রয়ে গেলো !
________________  "


রূপসী - দেওয়ালী সংখ্যা , ১৯৯০

No comments:

Post a Comment

FORGET PLEASE NOT TO PLACE YOUR VALUABLE COMMENTS: