"
একটা নদীর মত জীবন বয় বাঁকে বাঁকে
সেই উৎস থেকে সুদূর মোহনার দিকে ...
বিচিত্র এক পথ পরিক্রমা আপন মনে
কত কী পড়ে থাকে পিছনে !
পাহাড় - মালভূমি , শহর - নগর
কত ঘন অরণ্য - নিস্তব্ধ প্রান্তর
কোলাহল মুখর কত বন্দর , বাজার - হাট
লোকারণ্য স্নান ঘাট ।
প্রকৃতিপ্রেমী , দর্শনার্থী
মন্দিরের ঘণ্টাধ্বনি ,কত পুণ্যপ্রার্থী !
সব শুধু দু'দণ্ডের আলাপ - পরিচয়,
তারপর সব ছাপিয়ে যায়
শুধু কুলুকুলু ধ্বনি , চকিত চপল অঙ্গে
নদী চলে , নিজ তালে উত্তাল তরঙ্গে ।
একসময় আসে সেই অনিবার্য মোহনা
শষ হয় ক্লান্ত পদচারণা ,
অকুল সমুদ্রে নদী লীন হয়ে যায়
যেমন , মৃত্যু - পারাবারে মানব - জীবন লুকায় ।
__________________ "
মালঞ্চ : পৌষ সংখ্যা , ১৯৯৬।
No comments:
Post a Comment
FORGET PLEASE NOT TO PLACE YOUR VALUABLE COMMENTS: