"
এই পৃথিবীটা খুব পুরানো।
আর যে সূর্যটা রোজ
রাঙা - রোদে ভরিয়ে দেয়
আমাদের মাঠ - ঘাট - প্রান্তর ,
সেটা আরও পুরানো ।
তবু এই পুরানো মাটিতে
নতুন ফসলের ঘ্রাণ, কিংবা
ফোটা ফুলের নরম শরীরে
ঝড়ে পড়া শিশির কণা -
আমার এ চোখে নতুন লাগে !
বেশ কিছু পুরানো হয়ে গিয়েও
তবু নতুন হবার বাসনায় ,
ঋতু সমারোহে নিত্য নতুন বেশে
সেজে ওঠা এ পৃথিবী
এ চোখে সবই নতুন লাগে !
_______________ "
১৯৯৬ -এ মালঞ্চ-র 'রবীন্দ্র সংখ্যা'য় এটা প্রকাশিত হয়েছিল।
No comments:
Post a Comment
FORGET PLEASE NOT TO PLACE YOUR VALUABLE COMMENTS: