Thursday, December 03, 2009

আগুনের ছড়া (AGUNER CHHARA)

 ১৯৯৮। বৈশাখ সংখ্যায় 'মালঞ্চ'তে প্রকাশিত হয়েছিল এই কবিতাটা।

     ।।  আগুনের ছড়া  ।।


আগুন, আগুন, আগুন রে ভাই
          আগুন চারিদিকে।
স্থলে আগুন, জলেও আগুন
          আগুন আকাশ ব্যেপে।।
বাসে আগুন, ট্রামে আগুন
          জ্বলছে আগুন ট্রেনে।
জ্বলছে ক্রোধ লোকের চোখে
          আগুন বাণ হেনে।।
চারিদিকে আগুন শুধু
          দেখ আগুন তেলে।
সব কিছুরই মূল্য যেন
          ছুটছে আগুন জ্বেলে।।
তাও যদি হয় দামে আগুন
          আগুন দেখ লাইনে।
তাইতো রাগে পড়ছি ফেটে
          আগুন মোদের গানে।।
সব কিছুতে আগুন কেমন
          পাল্লা দিয়ে ছোটে।
সত্য কথাই বলি এটা
          নয়কো মিথ্যা মোটে।।
     _________________


 

No comments:

Post a Comment

FORGET PLEASE NOT TO PLACE YOUR VALUABLE COMMENTS: